প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান ১৬ জুন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল রনির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদ, সহকারী শিক্ষক মোঃ শহিদুল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোস্তফা গাজী, মোঃ জহিরুল ইসলাম গাজী, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল পাটোয়ারী, পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জুয়েল পালোয়ান ও মোঃ কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাকারিয়া, মাইসা আক্তার মিশু ও মরিয়ম আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ প্রমুখ।