সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের বর্তমান ও সাবেক সাংসদের মাঝে কি অবশেষে ঐক্য হচ্ছে?
এমকে মানিক পাঠান ॥

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ বছরের দ্বন্দ্ব-সংঘাত নিয়ে ফরিদগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা এসেছেন বর্ধিত সভায়। গতকাল শনিবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই নেতা উপস্থিত হওয়ায় বর্ধিত সভাটি প্রাণবন্ত হতে দেখা গেছে। এই ২ নেতা হলেন ফরিদগঞ্জের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এ নিয়ে দলের নেতা-কর্মী ও স্থানীয়রা প্রশ্ন তুলে বলছে, এই দুই প্রভাবশালী নেতা কি অবশেষে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হচ্ছেন?

উক্ত সভায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

এদিকে বর্ধিত সভায় সাঁটানো ব্যানারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অতিথি হিসেবে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের নাম উল্লেখ না থাকায় দলীয় নেতা-কর্মীরা এই ব্যানারের পক্ষে বিপক্ষে তাদের নানা মত প্রকাশ করেছেন। তবে আয়োজকরা বলেছে, জেলা আওয়ামী লীগ নেতাদের দিক-নির্দেশনা নিয়েই ব্যানার তৈরি করা হয়েছে। দলের নেতা-কর্মীদের ঐক্যের স্বার্থে শান্তিপূর্ণভাবে বর্ধিত সভাটি সম্পন্ন করতে পারায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

সভামঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর ডানে এবং বামে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য বসা ছিলেন। বক্তব্য দিয়েছেন দুজনই। উভয়ের বক্তব্যেই কেউ কারো বিরুদ্ধে তেমন বিষোদগারমূলক বক্তব্য না দিয়ে শুধু দলের ঐক্যের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই দুই নেতাকে পাশাপাশি বসতে দেখা গেলেও কেউ কারো সাথে কথা বলতে দেখা যায়নি। সভা শুরুর আগে প্রথমে আসেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এর কিছু সময় পরই আসেন বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। দুই নেতা উপস্থিত হওয়ার পরই উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শুরু হয় সভার কাজ। সকাল ১১টায় শুরু হওয়া সভাটি চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সদস্যদের জন্যে ছিল দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন। সভা শেষে প্রথমে সংসদ সদস্য শফিকুর রহমান তার দলবল নিয়ে বের হওয়ার পর সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়াও তার দলবল নিয়ে বিদায় নিয়ে যান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী খাজে আহম্মেদ মজুমদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসে দলীয় কার্যালয়ের সামনে। তখন প্রভাবশালী এই দুই নেতার অনুসারীরা দলবদ্ধ হয়ে ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।

বর্ধিত সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশেই অবস্থান করতে দেখা গেছে।

সবমিলে শান্তিপূর্ণভাবে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলের নেতা-কর্মীদের মাঝে স্বস্তি দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়