প্রকাশ : ১৮ জুন ২০২২, ০০:০০
হাজীগঞ্জে আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মীর হোসেন।
এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ মোঃ মোজাম্মেল হোসেন পরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানীয়ার সভাপ্রধানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আল কাউসার মাদ্রাসার অধ্যক্ষ গোলাম ফারুক ইয়াহহিয়া, আল কাউসার স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শাখার সমন্বয়কারী মোঃ কলিমুল্লাহ, প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন।
সহকারী শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক কাউসার আহমেদ, মোহেব্বুর রহমান কামাল, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আতিকুজ্জামান, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন গাজী মাহমুদ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন পরীক্ষার্থী খালিদ সাইফুল্লাহ। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ ওমর ফারুক, সাইফুল ইসলাম মোল্লা, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, মাওঃ ছফিউল্যাহ্ প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের সকল শিক্ষক, পরীক্ষার্থী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।