সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুন ২০২২, ০০:০০

বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়েরর ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও ২০২১ সনের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার সকাল ৯ টায় বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, আমাদের এলাকার প্রতিটা ছেলে-মেয়ে যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী যাতে ভালো ফলাফল অর্জন করে, সেজন্যে আমার ব্যক্তিগত অর্থে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছি। সে ঘোষণা অনুযায়ী এবারও ৯ জনকে উপহার প্রদান করা হলো। আমি চাই এবারের এসএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পুরস্কৃত হোক।

প্রধান শিক্ষক আঃ মালেক বেপারীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যা পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির পক্ষে বিদ্যোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, সাবেক সহ-সভাপতি গাজী মোঃ মহসিন ও শিক্ষকদের পক্ষে সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন এলাকার মুরব্বি কাজী হাবিবুর রহমান, বালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন খান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম নজু প্রমুখ।

ধর্মীয় শিক্ষক মাওঃ খলিলুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর হামদণ্ডনাত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্রী সাদেকুন্নাহার। বিদায় বাণী পাঠ করেন পরীক্ষার্থী মাহমুদা আক্তার ও মানপত্র পাঠ করেন রুমা আক্তার। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যয়নরত ছাত্র আমির হোসেন শান্ত।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি গত বছর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং অন্যান্য উপহার বিতরণ করেন।

সবশেষে মিলাদে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সেলিম খান, মিজানুর রহমান গাজী, কামাল শেখ, সুভাষ চন্দ্র দাস, ইউপি সদস্য সাইফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা হাবিব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তার ব্যক্তিগত পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ৭ জন শিক্ষাথীর মাঝে বাইসাইকেল উপহার প্রদান করেন।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও কৃতী শিক্ষার্থীদের জন্য উপহার দিয়েছেন বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়