সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুন ২০২২, ০০:০০

উৎসবমুখর পরিবেশে পুরানবাজার হরিসভা মদনমোহন মন্দির পুনর্নির্মাণ কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরানবাজার হরিসভা রোডস্থ শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হরিসভা মন্দির কমপ্লেক্সের শ্রী শ্রী মদনমোহন মন্দির পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৭ জুন শুক্রবার দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সাধুসন্ত ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে পুনর্নির্মাণপূর্বক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুরানবাজার শ্রীশ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, পুরাণবাজার শ্রীশ্রী হরিসভা মন্দির কমপ্লেক্স, পুরাণবাজার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম, পুরাণবাজার সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির, পুরাণবাজার শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির, শ্রীশ্রী গোবিন্দ মন্দির (ইসকন), পুরানবাজার শ্রীশ্রী রামঠাকুর বাড়ি দোল মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া শ্রীশ্রী রামঠাকুর সত্যভূম মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া শ্রীশ্রী গীতা মন্দির, পুরাণবাজার শ্রীশ্রী চন্দ্রেশ্বরী কালীমাতার মন্দির, চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দির, চাঁদপুর গুয়াখোলা শ্রী শ্রী দুর্গা মন্দির, চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মঠ, শ্রীশ্রী শ্মশান কালীমন্দিরসহ জেলা পূজা উদ্‌যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। তারা উদ্বোধনী পর্বে নেচে-গেয়ে জয় মদন মোহন ধ্বনিতে উদ্বোধনীস্থল মুখরিত করে তোলেন। সনাতন ধর্মাবলম্বী ছোট-বড় সকল শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে উদ্বোধনীস্থল মিলনমেলায় পরিণত হয়। উদ্বোধনী পর্বের মাধ্যমে মদনমোহন ভক্ত অনুরাগীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণের শুভ সূচনা হয়। উপস্থিত হাজারো ভক্ত নর-নারীকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়।

উল্লেখ্য, শতাধিক বছর পূর্বে জনৈক ভক্তের পরিবার পুরাণবাজার হরিসভা রোডের এ স্থানে তাদের আরাধ্য গৃহদেবতা শ্রীশ্রী মদনমোহনের বিগ্রহ স্থাপন পূর্বক মন্দির স্থাপন করেন এবং মদনমোহনের সেবা পূজার জন্যে মন্দির সংলগ্ন বেশ কিছু জমিসহ পুকুর দান করেন। পরবর্তী সময় মানবিক দিক বিবেচনায় মন্দিরের বেশ কিছু স্থানে মন্দির পরিচালনা কমিটির বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায় নদী সিকিস্তি মানুষের আশ্রয়ে তাদেরকে বসতঘর নির্মাণপূর্বক বসবাস করার সুযোগ করে দেন। পাশাপাশি তার সহযোগিতায় গড়ে উঠে লোকনাথ মন্দির ও আশ্রম, সার্বজনীন জগন্নাথ মন্দির, দুর্গা মন্দিরসহ ষোল দেবতার মন্দির। মদনমোহন মন্দির রূপ নেয় হরিসভা মন্দির কমপ্লেক্সে। কিন্তু যে বিশাল সম্পত্তির মালিকানা নিয়ে মদনমোহন মন্দিরের স্থাপনাসহ মদনমোহন মন্দির, সেই মন্দিরটি রূপ নেয় ভগ্নদশায়। এই মন্দিরটির আশানুরূপ সংস্কার না হওয়ায় অনেকেই মর্মাহত হন। জনশ্রুতিতে পরিণত হয়, জাগ্রত মদনমোহনের কৃপা না হলে কারো পক্ষেই সম্ভব হবে না মদনমোহন মন্দিরের সংস্কার বা পুনর্নির্মাণ কাজ শুরু করা।

অবশেষে হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা এবং পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমাতা মন্দিরের ভক্তবৃন্দ উদ্যোগী হন অত্যাধুনিক মদনমোহন মন্দির নির্মাণে। অবশেষে তাদের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় যুবসমাজ এগিয়ে আসেন। অত্যাধুনিক মদনমোহন মন্দির নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। তবে মন্দিরের বর্তমান অবস্থান একেবারে পুরাণবাজার শহররক্ষা বাঁধ সংলগ্ন হওয়ায় নদী ভাঙ্গন প্রতিরোধে তারা চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের এমপি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ জেলা প্রশাসক, রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট সকলের দ্রুত সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়