প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহারণ থেকে পরকীয়ার টানে স্ত্রী পার্বতী রাণী দাস (২৫) পলায়ন করেছে। এ ব্যাপারে স্বামী পরাণ কৃষ্ণ দাস মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।
স্বামী পরাণ কৃষ্ণ দাস জানান, ওইদিন আমার স্ত্রী পার্বতী রাণী দাস একই এলাকার তাপস দাসের সাথে পালিয়ে যায়। এ সময় আমার ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এর সাথে আমার মামা তপন দাস ও মামী রিতা রাণী দাস জড়িত। তাদের প্রলোভনেই আমার স্ত্রী পালিয়েছে। পূর্বে এ ধরনের ঘটনা এলাকার সালিসি বৈঠকে গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধান করেছে। আমার স্ত্রী, স্বর্ণালঙ্কার ও টাকা ফেরৎ পাওয়ার জন্যে থানায় অভিযোগ করেছি।
মতলব দক্ষিণ থানার এসআই কবির জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।