প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজীগঞ্জে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গত বুধবার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ সাইফুল ইসলাম। এর আগে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাসারের সভাপ্রধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেনসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়া, আব্দুল লতিফ, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা বিল্লাল হোসেন, মজিবুর রহমান, মোঃ দুলাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ ছিদ্দিকী, এম. সাখাওয়াত হোসেন, মোঃ শহীদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুবনেতা মাসুদ হোসেন, মোঃ জসিম উদ্দিন, এমরান হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা শাহ্ এমরান, কবির হোসেন, সাব্বির হোসেন, আতিক হোসেন ও আল-আমিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী-সমর্থক।