প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।
তিনি বলেন, ফরিদগঞ্জ এ. আর. মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি স্বাধীনতা যুদ্ধের অন্যতম ধারক। এ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং হয়েছিলো। সেই গৌরবগাঁথা ইতিহাসের সাথে বিদ্যালয়ের কাঁঠাল গাছতলা ও ভরাট করে ফেলা পুকুরটি বধ্যভূমি হিসেবে চিহ্নিত। তাই ইতিহাসের সাক্ষী বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে আমি বিশ্বাস করি, এ বিদ্যালয়ের শিক্ষার্থী আজ যারা এসএসসি পরীক্ষার্থী হিসেবে উপস্থিত হয়েছে, তারা একদিন দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের অধিষ্ঠিত করবে। আজকের এ বিদায় শুধু বিদায় নয়, নতুন যাত্রাপথের শুরু। তাই আশা করছি, তোমরা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। দেশের সেবা করতে তোমাদের আদর্শবান নাগরিক হতে হবে। তিনি বিদ্যালয়ের প্রধান সড়কটি পৌরসভার মাধ্যমে করে দেয়ার ঘোষণা দেন।
প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপ্রধানে বক্তব্য রাখেন মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম পাঠান, মহসীন হোসেন, মাহবুব আলম সোহাগ প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।