প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওয়তায় উপকারভোগী ৩৬০ জন জেলের মাঝে এক জোড়া করে ছাগল দেয়া হয়েছে। ১৫ জুন বুধবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের ৬০ জন উপকারভোগী জেলের মাঝে এ ছাগল তুলে দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। তিনি বলেন, ৩৬০ জন জেলের মাঝে পর্যায়ক্রমে এক জোড়া করে ছাগল দেয়া হবে। এর পূর্বে প্রথম ধাপে ৬০ জেলে ও আজ দ্বিতীয়ধাপে ৬০ জেলেকে এক জোড়া করে ছাগল দেয়া হয়েছে। ছাগল ছাড়াও ইতিমধ্যে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্যে ৬০টি সেলাই মেশিন দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জাতীয় মৎস্যজীবী সমিতির সদর উপজেলার প্রতিনিধি তসলিম বেপারী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক প্রমুখ।