রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় চাঁদপুরে চলতি মাসেই শুরু হচ্ছে জেলা স্কুল দাবা টুর্নামেন্ট। চাঁদপুর জেলা পুলিশ বিভাগের আয়োজনে টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় থাকবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।

চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়ন হলরুমে জেলা, উপজেলা ও চাঁদপুর পৌরসভার স্কুলগুলোর বালক ও বালিকা দল নিয়েই দাবা টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। সহযোগিতায় থাকবেন জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির কর্মকর্তা আবু নাসের বাচ্চু পাটওয়ারী ও জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় সারাদেশেই হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। চাঁদপুর জেলার ৮ উপজেলার ২টি করে বিদ্যালয় এবং চাঁদপুর পৌরসভার হাইস্কুলের বালক ও বালিকাদের নিয়ে এই দাবা টুর্নামেন্ট হবে। ইতোমধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে জেলা সদরসহ উপজেলার স্কুল ও চাঁদপুর পৌরসভার মধ্যে থাকা সকল স্কুলে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ২২ জুনের মধ্যে প্রত্যেক স্কুল থেকে ৬ জন বালক ও ৬ জন বালিকার নামসহ রেজিস্ট্রেশন করার জন্যে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। তিনি জানান, জেলা সদরসহ ৮ উপজেলার এবং চাঁদপুর পৌরসভার স্বনামধন্য স্কুলগুলোকে আমন্ত্রণ জানানো হবে, যাতে স্কুলগুলো থেকে টুর্নামেন্টের জন্যে শিক্ষাথীদেরকে পাঠানোর ব্যবস্থা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়