প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির, পুরাণ বাজার এলাকা ও আশেপাশের নদীর পাড় রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। উল্লেখ্য, গত ক’দিনের মেঘনার ঘূর্ণি স্রোতে ও পানির চাপে নদী রক্ষা বাঁধের ব্লক দেবে যাওয়ায় তাৎক্ষণিকভাবে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেমতে ১৪ জুন ও গতকাল ১৫ জুন মেঘনা নদীর পাড়ের কাছাকাছি জিও ব্যাগ ফেলা হয় ভাঙ্গন রোধে।