প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জুন বুধবার বিকেলে নতুন বাজারস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন। সংগঠনিক সম্পাদক আবিদুর রহমান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাফুজুর রহমান টুটুল প্রমুখ। বক্তারা বলেন, চাঁদপুরে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ওয়ার্ড ১০নং ওয়ার্ড। এই ওয়ার্ডের নেতাণ্ডকর্মীরা রাস্তায় নামলে প্রতিপক্ষ ঘরে ঢুকে যায়। এই ওয়ার্ডে রয়েছে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বাসস্থান। সেই কারণে ১০নং ওয়ার্ডটির গুরুত্ব অনেক। বক্তারা বলেন, নতুন সদস্য দেখে শুনে করতে হবে। প্রতিটি ঘরে গিয়ে সদস্য করবে, যেন একজনও বাদ না পড়ে। যারা আগে হয়েছেন তাদের নবায়ন করতে হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপ্পী পাল।