প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনকে সভাপতি ও মোঃ গোলাম সারোয়ার রিপনকে অভিভাবক প্রতিনিধি থেকে সহ-সভাপতি পদে রেখে নতুন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বুধবার বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ হাই উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়কে সদস্য সচিব করা হয়। আর সদস্য হিসেবে মনোনীত করা হয় চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম নয়ন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক পাটোয়ারী, খোরশেদ আলম, নাজমা বেগম, ফাতেমা সালমান ও শাহানাজ বেগমকে।