প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে মাদ্রাসার অধ্যক্ষ ড. এ.কে.এম. মাহবুবুর রহমানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, এক সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়ালেখা করেও চাকুরি করবে এ আশা করতো না। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করেছেন। প্রচলিত শিক্ষার সাথে তাল মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধা বিকাশের সাথে সাথে দেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থা করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করে মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি শিক্ষায় নিজেদের বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করেছেন। মোট কথা, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করছেন। ফলে আজ মেডিকেল কলেজ, বুয়েট, বিশ্ববিদ্যালয়সহ সমস্ত প্রতিযোগিতামূলক স্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
উপাধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর প্রশাসক সফিকুর রহমান পাটওয়ারী, কাউন্সিলর জাকির হোসেন গাজী, জাহেদ হোসেন বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, মাদ্রাসার হেড মোহাদ্দেস মাওঃ মমিনুল ইসলাম খান প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।