প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের আলিমপাড়ায় চাঁদপুরের প্রসিদ্ধ ডেভেলপার প্রতিষ্ঠান কর্নার ডেভেলপারস লিঃ-এর পরিচালনাধীন ‘কর্নার ঠিকানা নিবাস’ (হোল্ডিং নং-০৩৩৩), লেডী দেহলভী স্কুল রোড, আলিমপাড়া, নতুন বাজার, চাঁদপুর)-এর সাততলা ভবনের পাইলিংয়ের কাজ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
১৫ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের পক্ষে ১০নং ওয়ার্ডের কমিশনার মোঃ ইউনুছ শোয়েব। কর্নার ডেভেলপারস লিঃ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রোটাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জমির মালিক মোঃ শাহজাহান (বাবুল) গং, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এসএম সহিদ উল্লাহ, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী মোঃ জামাল হোসেন, ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী শরীফ মোঃ আশরাফুল হক, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান মৃধা, বেপারী বাড়ির মুরব্বি আব্দুর রহমান বেপারী, নোভা এইডের ব্যবস্থাপনা পরিচালক রোটাঃ মোস্তাক আহমেদ, এফবিএম ব্রিক ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুল ইসলাম, মোঃ স্বপন বেপারী, নিশাদ বেপারী, আলীম পাড়া স্পোর্টিং ক্লাবের সেক্রেটারী জাবেদুর রহমান মনা বেপারী (মন্টা), এছাড়াও চাঁদপুরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং কর্নার ডেভেলপারস লিঃ-এর কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ওয়ার্ড কমিশনার মোঃ ইউনুছ শোয়েব এই ওয়ার্ডে একটি নান্দনিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়ায় কর্নার ডেভেলপারস লিঃ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে কর্নার ডেভেলপারস লিঃ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রোটাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন দোয়ানুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং উক্ত ভবন নির্মাণ কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ¦ হযরত মাওলানা মোহাম্মদ তোহা।