রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০

বজ্রপাতে বসতঘরে আগুন : ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়িতে বজ্রপাতের ফলে হাবিব খানের বসতঘরে আগুন লেগেছে। গতকাল ১৫ জুন (বুধবার) বিকেলে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সোয়া ৪টায় মতলব উত্তরে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি হয়। এ সময় ছেঙ্গারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির হাবিব উল্লাহ খানের ঘরে হঠাৎ বজ্রপাত পড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তার ঘর পুরো পুড়ে যায়। বজ্রপাত হওয়ার সময় বিকট শব্দ হলে ঘরে থাকা লোকজন দৌড়ে আত্মরক্ষা করে। বাড়ির লোকজন ও আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাবিব উল্লাহ খান বলেন, ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী ও ছেলে-মেয়েরা বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলো ঘরের মধ্যে। কোনো রকমে দৌড়ে আত্মরক্ষা করেছি। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ফ্রিজ, আলমিরা, খাট, টিভি, শোকেস, সোফাসহ সকল কিছুই পুড়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়