রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বাদল মজুমদার ॥

জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুন বিকেলে আক্কাছ আলী রেলওয়ে একাডেমির মাঠে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মোসাম্মৎ রাশেদা আক্তার।

তিনি বলেন, ছোটবেলায় আমরা কাপ স্কাউটিং করতে পারিনি। এখনকার শিশুরা এ কাব স্কাউটিংয়ের মাধ্যমে অনেক ভালো কিছু শিখতে পারছে। বড় বড় ব্যক্তিত্বের সান্নিধ্য পাচ্ছে। তাই তোমরা পড়াশোনার পাশাপাশি কাব স্কাউটিং করবে। যারা আজ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছো তাদের সকলকে অভিবাদন জানাই। কারণ প্রতিযোগিতায় অংশ নিলে নিজেকে তুলে ধরা যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিনের সভাপ্রধানে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজ্জাক সিদ্দিকী, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা।

এ সময় হাইমচর উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোস্তাফা খান বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমান, হাইমচর উপজেলার সভাপতি শেখ আবু জাফর, ষাটভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, হাইমচর উপজেলা কাব স্কাউট লিডার নিষেশ নারায়ণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩০টি ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়