রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

আমরা বিশ্বের অনেক প্রতিষ্ঠিত দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছি
প্রবীর চক্রবর্তী ॥

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ১৪ জুন ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে এদেশের মানুষের কল্যাণে একের পর এক ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে এই দশটি বিশেষ উদ্যোগ। এই উদ্যোগগুলোর কল্যাণে আজ আমরা সারাবিশ্বের অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও কিছুটা হলেও ভালো রয়েছি। করোনাকালে সারাবিশ্ব যখন ধুঁকছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে আমরা বিশ্বের অনেক প্রতিষ্ঠিত দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছি। আজ নারীর ক্ষমতায়নের কারণেই উপজেলা, জেলা পর্যায়ে নারীরা সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত। এ কারণে এদেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা রাখতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ। তিনি বলেন, রাজনীতির মাঠে পক্ষ-বিপক্ষ থাকতেই পারে। কিন্তু এদেশের নাগরিক তথা বাঙালি হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর এই ভালো উদ্যোগগুলোকে অবশ্যই সমর্থন করা উচিত। একই সাথে তৃণমূলে ছড়িয়ে দেয়া প্রয়োজন। এক সময়ে বিদ্যুৎ নিয়ে নানা কল্প কাহিনী শুনেছি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সমালোচনাকারীদের দেখিয়ে দিয়েছেন, উদ্যোগ এবং সাহস থাকলে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে তিনি সারাবিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ দেশপ্রেম এবং আন্তরিকতা থাকলে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব।

মুখ্য আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ যথাক্রমে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প-২, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, বিনিয়োগ পরিবেশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশিদ এবং প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়