রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

কচুয়ায় কৃষি আবহাওয়া প্রকল্পের রোভিং সেমিনার
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কচুয়ায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুন মঙ্গলবার কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হুলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে কারিগরি সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। কচুয়া উপজেলার ৫০ জন কৃষককে কৃষি আবহাওয়া তথ্য কীভাবে সংগ্রহপূর্বক তা কৃষি উৎপাদনে ব্যবহার করতে হয় সেগুলো হাতে কলমে শেখানো হয়। বর্তমান ডিজিটাল সরকারের অন্যতম প্রধান উদ্যোগ স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বামিস পোর্টালের মাধ্যমে কৃষকদের প্রতি রোববার এবং বুধবার জেলা বুলেটিন প্রকাশ করে নিয়মিত আবহাওয়া পূর্বাভাস দেয়া হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা সভা।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে রোভিং সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, সাংবাদিক আবুল হোসেন ও আলমগীর তালুকদার। বক্তারা টেকসই কৃষি উন্নয়নে আবহাওয়া তথ্যের উপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়