প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০
সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন মঙ্গলবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে এ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। স্নানযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্তগণ পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির, সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির ও পুরাণবাজার ঘোষপাড়া গোবিন্দ মন্দিরে (ইসকন) ভক্তদের ভিড় করতে দেখা যায়। তারা দেশ ও জাতির মঙ্গল কামনাসহ নিজেদের সুখণ্ডশান্তি কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ভগবান জগন্নাথদেবসহ শ্রী বলদেব ও শুভদ্রা মহারাণীকে ঘৃত, মধু, দুগ্ধ, চন্দন, অগুরু, সুগন্ধি গোলাপজল, ডাবের জলসহ নানা উপকরণ দিয়ে স্নান করান এবং আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে ধূপ-ধুনা দিয়ে ভগবান জগন্নাথদেবের সন্তুষ্টি কামনা করেন। এ সময় ভক্তদের জয়, জগন্নাথের ধ্বনিসহ বাদ্যযন্ত্র ও শঙ্খণ্ডউলুধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সকাল ৮টা থেকে প্রায় ১২টা পর্যন্ত চলে স্নানযাত্রা মহোৎসব পর্ব। সকলেই উপবাস থেকে জগন্নাথদেবকে স্নান করান, স্নানযাত্রাকে কেন্দ্র করে কোনো কোনো ভক্ত নর-নারী আগের দিন নিরামিষ আহার করেন। শান্তিপূর্ণভাবে স্নানযাত্রা সম্পন্ন ও ব্যাপক ভক্ত-সমাবেশ হওয়ায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সকলকে ধন্যবাদ জানান। বেলা ১১টার সময় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ পুরাণবাজার সার্বজনীন জগন্নাথ মন্দিরে আসেন এবং ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব চন্দ্র দেবনাথ, অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি, মন্দির কমিটির অনন্ত চক্রবর্তী, বাবুল সাহা, মহাদেব দত্ত, সবুজ পোদ্দার, কার্তিক চন্দ্র সরকার, নেপাল সাহা, নিতাই পোদ্দার, খোকন সাহা, বিশ্বনাথ বণিক, টুটন বণিক, সঞ্জয় সাহাসহ জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা পূজা পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায় হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে যান, সেখানে শ্রীশ্রী জগন্নাথদেবকে দর্শনপূর্বক ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। মন্দিরের সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সস্পাদক সহদেব বর্মণ, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ ও রুমা বণিক জানান, করোনার কারণে গত দু বছর ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান তেমনভাবে করা যায়নি। এ বছর ব্যাপক আয়োজনে শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর চিড়া-দধি মহোৎসব ও আজকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। স্নানযাত্রাকে কেন্দ্র করে জেলা শহরের প্রচুর ভক্ত এসেছেন। সকলকেই মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়েছে। তারা আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত রাধা মুরারী মোহন জিউড় মন্দির আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে জাতি-ধর্মণ্ডবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন। তারা রথযাত্রা উদ্যাপনে মহাপ্রসাদ বিতরণসহ ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানান।