প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০
হঠাৎ আগুন লেগে গেলে নিজেদেরকে রক্ষা করতে যা করণীয় সে বিষয়ে জনসাধারণকে সচেতন করতে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুন সকাল সাড়ে ১০টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবক এবং জনসাধারণকে সচেতন করতে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন নেভানো, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, আগুনের কুণ্ডুলি থেকে মানুষকে রক্ষা করা, বিশেষ করে বহুতল ভবনে আগুন লেগে গেলে বহুতল ভবনের ছাদ থেকে অগ্নিদগ্ধ মানুষকে নামিয়ে আনা বিষয়ে সচেনতা সৃষ্টি করা হয়।
মহড়ার নেতৃত্ব দেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন। উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর জাকির হোসেন, স্টেশন অফিসার মোঃ রুবেলসহ তিনটি ইউনিট।