প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০
মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তকারী শাওন আহমেদ (১৯) নামের সেই যুবককে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করেছে চাঁদপুরের আদালত। এর আগে সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ছালেহ আবাদ এমএন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ছাত্রী মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শাওন একই উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের খলিল আনোয়ারের ছেলে।
স্থানীয়রা জানান, শাওন আহমেদ প্রায় দিন দশম শ্রেণির শিক্ষার্থীকে মাদ্রাসায় আসা ও যাওয়ার পথে উত্যক্ত করতো। সোমবার ১৩ জুন বিকেলেও মাদ্রাসা ছুটির পরে ওই শিক্ষার্থীকে বাড়ি যাওয়ার পথে উত্যক্ত করে সে। এ সময় স্থানীয়রা ও ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থীর পরিবার টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ মাদ্রাসা এলাকা থেকে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ছাত্রীর মা বাদী হয়ে শাওন আহমেদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।