রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

হরিণা থেকে ৫২টি কচ্ছপ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ
মিজানুর রহমান ॥

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯২০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার ১৩ জুন রাত এগারোটার সময় কোস্টগার্ডের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০টি ককশিটের প্যাকেট ভর্তি জেলিযুক্ত চিংড়ি মাছ এবং পাটের সুতার তৈরি দুটি বস্তা থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হরিণা ফেরিঘাটে দুটি গাড়ি তল্লাশি করে ৯২০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ জব্দ করা হয়। পরে জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। এছাড়া কচ্ছপগুলো জীবিত থাকায় সেগুলোকে ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপজেলা মৎস্য বিভাগের মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

কয়েকদিন আগেও কোস্টগার্ড এখান থেকে বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি মাছের চালান জব্দ করেছিল। খুলনা বাগেরহাট অঞ্চল থেকে প্রতিদিনই স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ির চালান বিভিন্ন জায়গায় যাচ্ছে। যার কিছু চালান এ পথে সরবরাহ করার সময় কোস্টগার্ড বা নৌপুলিশের অভিযানে আটক হলেও ক্ষতিকারক এই মাছের সরবরাহ বন্ধ হচ্ছে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়