রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সুবিচার পেতে দ্বারে দ্বারে ঘুরছেন হতদরিদ্র মনির হোসেন
নিজস্ব সংবাদদাতা ॥

একের পর এক মামলা দিয়ে ফরিদগঞ্জের দক্ষিণ আলোনিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর মনির হোসেনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেই ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ প্রভাবশালী পরিবারটি। সীমানা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে হয়রানির শিকার মনির হোসেন সুবিচার পেতে এখন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, মনির হোসেনের সাথে একই বাড়ির প্রভাবশালী আয়েশা বেগমের বসতঘরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। এ বিরোধ মিটানোর জন্যে স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও এক পক্ষের প্রভাবের কারণে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্র মনির হোসেন। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত কয়েক বছরে আয়েশা বেগম মনির হোসেন ও তার স্ত্রী পারুল বেগমের বিরুদ্ধে থানায় কয়েকটি জিডি করা ছাড়াও আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করেছে। ইতোমধ্যে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত আয়েশা বেগমের দায়ের করা ২টি মামলা খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন মনির হোসেন। এখনো কয়েকটি মামলার হাজিরা দিয়ে মনির হোসেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়ে আসছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মনির হোসেন ও আয়েশা বেগমের বসতঘর পাশাপাশি। দুই বসতঘরের সীমানা নিয়ে উভয়ের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বিরোধ। মনির হোসেনের দাবি, আয়েশা বেগম তার প্রভাব দেখিয়ে মনির হোসেনের জায়গা দখল করার পাঁয়তারা করছে। এ থেকে পরিত্রাণ পেতে হতদরিদ্র মনির হোসেন বিভিন্ন দ্বারে দ্বার ঘুরে বেড়াচ্ছেন।

রোববার যোগাযোগ করা হলে মনির হোসেনের প্রতিপক্ষ আয়েশা বেগম উল্টো মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমাদের বিরোধ মীমাংসার জন্য তাকে বলা হলেও সে বসে না। আমার অসুস্থতার কারণে আদালতে যথাসময়ে সাক্ষীসহ হাজির না হওয়ায় আদালত আমার একটি মামলা খারিজ করে দিয়েছে। আমি থানায় মনিরের বিরুদ্ধে একাধিক জিডি করা ছাড়াও আদালতে ২টি মামলা দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়