রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ১৪ জুন সকালে একযোগে শাহরাস্তি, ফরিদগঞ্জ ও মতলবে অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। কর্মশালার শুরুতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর বাস্তবসম্মত দিকনির্দেশনায় আমরা সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করছি। তিনি নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, এখন বিদ্যুৎ যায় না, মানুষ আগের মত প্রশ্ন করে না-বিদ্যুৎ কখন আসবে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো বাস্তবায়ন করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সাংবাদিক মাসুদ রানা ও নোমান হোসেন আখন্দ। এছাড়া শিক্ষক ও মসজিদের ইমাম তাদের মতামত ব্যক্ত করেন। গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক শিক্ষক ও এনজিও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়