রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০

শাহরাস্তিতে সম্পত্তি দাবি করে রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলেছে একটি পরিবার
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে নতুন নির্মিত রাস্তার ইট তুলে ফেলেছে একটি পরিবার। ১২ জুন রোববার রাত ৯টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাতিয়া নদীর উপরে নির্মিত খিলাবাজার ব্রীজের দক্ষিণ পাশে নদীর কূল ঘেঁষে পাথৈর গ্রামের ভিতর দিয়ে সূচীপাড়া পর্যন্ত একটি গ্রামীণ রাস্তা দিয়ে এলাকার কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে উক্ত রাস্তার ৭শ’ মিটার ইটের সলিং করার বরাদ্দ হলে ঠিকাদার ৪/৫ দিন পূর্বে কাজ সমাপ্ত করে। রোববার রাত ৯টার দিকে ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে পাথৈর গ্রামের ভেলা বাড়ির আঃ রহমান ভেলা ও তার পুত্র আমিনুল ইসলাম ভেলা ৪০/৫০ জন লোক নিয়ে নির্মিত রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলে দেয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি জানাজানি হলে প্রশাসনের লোকজন রাস্তাটি পরিদর্শন করেন।

এলাকাবাসী মোঃ মঞ্জুর হোসেন ও মোঃ মোস্তফা জানান, গ্রামের লোকজনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেয়া হলেও আঃ রহমান ভেলা ও তার পুত্র আমিনুল ইসলাম ভেলা রাতে অনেক লোক নিয়ে এসে রাস্তার ইট তুলে ফেলেছে। এমতাবস্থায় আসন্ন বর্ষা মৌসুমে জনচলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হবে।

চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ইট তুলে ফেলার স্থান মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে জিজ্ঞেস করলে আঃ রহমান ভেলা জানান, গুগল স্যাটেলাইট ম্যাপে এই রাস্তাটি ব্রীজের নিচ দিয়ে ঘুরে পূর্ব পাশ দিয়ে উঠেছে। বাস্তবে তা না করে রাস্তাটি ব্রীজের পশ্চিম পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে। যা আমার নিজস্ব সম্পত্তি। তবে উক্ত ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরকারি রাস্তার ইট তুলে দেয়ার ঘটনায় তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়