প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
কচুয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়ান্দো পুলিশ। সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি ভাই ভাই ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে মাদক কারবারের সময় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে : দক্ষিণ পালগিরি মুন্সি বাড়ির ওমর ফারুক মুন্সির ছেলে পারভেজ মুন্সি (৩০) এবং হাসিমপুর মজুমদার বাড়ির মৃত আলী আকবরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম মনু (২৮)। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪২, তারিখণ্ড ১৩/০৬/২০২২ খ্রিঃ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দিন।