প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
আগামীকাল ১৫ জুন বুধবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রাতকানা থেকে শুরু করে শিশুদের নানা রোগের উপশমের লক্ষ্যে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৯ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। চারদিনব্যাপী এই ক্যাম্পেইনে চাঁদপুর জেলার তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে একটি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
দেশের বিভিন্ন স্থানের ন্যায় শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে চাঁদপুর পৌরসভা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। তারা পৌর এলাকার ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেন। ক্যাম্পেইন সফল করতে ১৫ থেকে ১৯ জুন ৪ দিনব্যাপী পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ৬০ টি কেন্দ্রে মোট ১২০ জন স্বাস্থ্যকর্মী কাজ করবেন বলে পৌর স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হানিফ গাজী জানান। তিনি বলেন, এ সকল স্বাস্থ্যকর্মী নির্ধারিত তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে। এছাড়া জেলা সদর হাসপাতালেও ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রথমদিন ১৫ জুন চাঁদপুর পৌর এলাকার কেন্দ্রগুলো হলো : শাপলা চত্বর, ওয়াইডব্লিউসিএ স্কুল, সদর হাসপাতাল, ডাঃ আঃ মান্নানের বাসা, ইঞ্জিনিয়ার আঃ রব সাহেবের বাসা, উদয়ন ক্লাব, হাফেজ ভূঁইয়ার বাসা, কদমতলা স্কুল, পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়, পুরাণবাজার জেটিএস অফিস, পুরাণবাজার মক্কা মিলস, ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাণবাজার), রেল ক্লাব, ঘোষ পাড়া, বোর্ড অফিস, জেটিএস অফিস (মিশন রোড), কয়লা ঘাট, নাজির পাড়া, রশিদ সর্দার বাড়ি, হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতাল ; ২য় দিন ১৬ জুন-তিব্বীয়া কলেজ (পুরাণবাজার), মফিক মাহমুদের বাড়ি, মাদ্রাসা রোড, মডার্ন শিশু একাডেমী, টিলা বাড়ি, সব্দার খাঁ স্কুল, মাঝি বাড়ি, মধ্য শ্রীরামদী, ৩য় দিন ১৭ জুন- আখন বাড়ি, জেটিএস অফিস, গফুর মিজি বাড়ি, কোড়ালিয়া স্কুল, বিষ্ণুদী স্কুল, হাজী রহিম খাঁর বাসা, ৪র্থ দিন ১৯ জুন-পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির কার্যালয়, পৌর কমিশনার আঃ লতিফ গাজীর কার্যালয়, যমুনা রোড ও বিষ্ণুদী স্কুল।