প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে বাজার তদারকি অভিযানকালে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা জাতীয় ভোক্তাণ্ডঅধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১২ জুন রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে চাঁদপুর সদরের বাসস্ট্যান্ড ও লঞ্চঘাট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভঙ্গের অপরাধে, বাসস্ট্যান্ডের ফয়সাল শপিং কমপ্লেক্সের বাংলাদেশ হোমিও ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা, ১-৪৯৫ টাকার দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস্ পাওয়ায় ৪ হাজার টাকা এবং লঞ্চঘাটে ফারুক স্টোরে এমআরপিবিহীন বেকারী পণ্য বিক্রির দায়ে ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন ক্যাব, চাঁদপুর এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে সহকারী পরিচালক নুর হোসেন জানান।