প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের পালপাড়ার দুটি মহল্লার রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে বেশ ক’টি বাড়ির দেয়াল ভেঙ্গে পৌরসভার সম্পত্তি উদ্ধার করে রাস্তা প্রশস্ত করা হয়েছে।
জানা যায়, ১০নং ওয়ার্ডের পালপাড়ার দুটি সড়ক যথাক্রমে হরদয়াল রোড ও পালপাড়া নতুনবাজার সড়কের পাশের বাড়িওয়ালারা যুগ যুগ ধরে পৌরসভার সম্পত্তিসহ দেয়াল নির্মাণ করে দখলে রেখেছে। ফলে দখলবাজদের কারণে দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সরু অবস্থায় থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘœ ঘটে এবং প্রায়ই যানজটের সৃষ্টি হয়। পথচারীদের চলাচলের সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
এদিকে পালপাড়ার মধ্য দিয়ে চলাচলের দুটি সড়ক হরদয়াল রোড ও পালপাড়া নতুনবাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে প্রশস্তকরণের দাবি করে আসছে এলাকাবাসী ও ভুক্তভোগী পথচারীরা। সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অবশেষে চাঁদপুর পৌরসভার মেয়রের নির্দেশে পালপাড়া মোড় এলাকার বাসিন্দা মোবারক হোসেনসহ বেশ ক’জন বাড়ির মালিকের দখলে থাকা পৌরসভার সম্পত্তি উদ্ধার করা হয়। এ সম্পত্তি দখলদার থেকে উদ্ধার করে রাস্তা প্রশস্তকরণের কাজ করায় স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা পৌর মেয়রকে অভিনন্দন জানান।
গতকাল দখল উচ্ছেদকালে পৌরসভার ইঞ্জিঃ জাহিদ হোসেন খান, সার্ভেয়ার শেখ মনিরুজ্জামান, সহকারী বাজার পরিদর্শক এমদাদুল হক মিলন, কমিউনিটি উন্নয়ন কর্মী সাখাওয়াত খানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।