রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০

জিলানী চিশতী উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নস্থ শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুন (সোমবার) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, গত বছর এ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। তোমাদের নিয়ে আমাদের অনেক আশা। তোমরা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন। সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন দাস প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, মোঃ গিয়াসউদ্দিন, শাহতলী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী প্রমুখ। এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী ইফতেখার মাহমুদ, আফরোজা আক্তার ও আকলিমা আক্তার পুষ্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মাওঃ শহিদুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গিয়াসউদ্দিন, মোঃ রবিউল আউয়াল খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজা বেগম, অভিভাবক মোঃ সফিক কারী প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ বিলাল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়