প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় ও সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন রোববার বিকালে শহরের রেলওয়ে বড়স্টেশন এলাকায় এই আলোচনা হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম হেসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন জমাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ ত্যাগের জায়গা। দলের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবেন। যারা আগুন সন্ত্রাস করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে তাদের প্রতিহত করা হবে। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। কোনো অবস্থাতেই বিএনপি-জামাতের কেউ যেনো আমাদের দলে ঢুকতে না পারে যাচাই-বাছাই করে তাদের সদস্য করা হবে। আমরা সরকারে আছি, রাজপথে আন্দোলন-সংগ্রামেও থাকবো। এ ব্যাপারে প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুব মহিলা লীগের সভানেত্রী ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ মাল, পৌর আওয়ামী লীগের সদস্য মৃণাল কান্তি সাহা, সঞ্জিত পোদ্দার, মাহবুব খান, জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিপ্লব খান, ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম আকাশ প্রমুখ।
সভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন জমাদার ৬৯ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির পরিচিতি তুলে ধরেন।