রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০

হাইমচরে জমইয়তে হিজবুল্লাহর বিক্ষোভ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির মাধ্যমে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাইমচর উপজেলা জমইয়তে হিজবুল্লাহর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র।

১২ জুন রোববার বিকেলে হাইমচর উপজেলা সদর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে জমইয়তে হিজবুল্লাহর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। বিশ্ব নবীর শানে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের জন্যে ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয়া হয়, তবে বিশে^র মুসলিম দেশগুলো ভারতকে ঘৃণার সাথে বয়কট করবে। ভারতের সকল পণ্য বয়কট করবে। মুসলিম দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দেয়া হবে। সর্বোচ্চ কর্মসূচি ঘোষণার মাধ্যমে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।

উপস্থিত ছিলেন উপজেলা জমইয়তে হিজবুল্লাহর সভাপতি মাওলানা খাজা আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, জমইয়তে হিজবুল্লাহর সদস্য মাওলানা ইউসুফ মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা যুব হিজবুল্লাহর দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন সালেহী, মাস্টার শাহ আলম, ছাত্র হিযবুল্লাহর দায়িত্বশীল মাওলানা আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন, আলী হোসাইন, বোরহান উদ্দিন সিহাবসহ বরেণ্য ওলামা মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ঈমানদার তৌহিদী জনতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়