বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০

রাজনৈতিক পরিচয় নয় যোগ্যতার ভিত্তিতে প্রাক্তনদের নিয়ে গঠিত হবে উদ্‌যাপন কমিটি
বিমল চৌধুরী ॥

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে প্লাটিনাম উৎসবকে কেন্দ্র করে গত ১১ জুন রাত ৮টায় কলেজের প্রাক্তন ছাত্র জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের চাঁদপুর শহরস্থ জীবনদীপ কার্যালয়ে (গণি স্কুলের দক্ষিণে) তারই আহ্বানে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক প্রস্তুতি সভা। কলেজের প্রাক্তন ছাত্রদের ব্যাপক উপস্থিতিতে প্রস্তুতি সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র শফিউদ্দীন আহমেদ। আয়োজক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, প্রাক্তন ভিপি-জিএস শাহজাহান চোকদার, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, প্রাক্তন ভিপি কাজী গোলাম মোস্তফা, জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সভার আয়োজক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ মিজানুর রহমান, সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা শ্রমিকলীগ নেতা নূরুল ইসলাম মিয়াজী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, প্রাক্তন জিএস মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান বাদল, রোটাঃ শাহেদুল হক মোর্শেদ প্রমুখ। প্রাক্তন ছাত্র শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় প্রাক্তন ছাত্রদের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ মোজাম্মেল হক পাটওয়ারী, ব্যাংকার মুজিবুর রহমান, ডাঃ পার্থ সারথী দে, তপন সরকার, বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক শরীফ চৌধুরী, অ্যাডঃ চৌধুরী ইয়াছিন ইকরাম, মানিক পোদ্দার, সংগঠক মৃদুল কান্তি দাস প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদপুর সরকারি কলেজ আমাদের অহঙ্কার, এ কলেজের প্রাক্তন ছাত্রদের অনেকেই আজ রাজনীতিক। সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সেবা, শিক্ষাসহ সর্বক্ষেত্রে তাদের সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে। কলেজের প্লাটিনাম উৎসব উদ্‌যাপনে আমরা যোগ্যতার ভিত্তিতে প্রাক্তন ছাত্রদের নিয়ে উদ্‌যাপন কমিটি করবো। যারা স্বচ্ছতা জবাবদিহিতামূলক কাজের মাধ্যমে আমাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবে, এক্ষেত্রে কারোই কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। পরিচয় থাকবে একটাই, তা হলো আমরা প্রাক্তন ছাত্র। প্লাটিনাম উৎসব উদ্‌যাপনে প্রাথমিক পর্যায়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের সাথে আলোচনাক্রমে পরর্বতী সভা আহ্বান করার জন্য অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও শাহজাহান চোকদারকে দায়িত্ব প্রদান করা হয়।

বর্তমানে কলেজ মাঠে খেলার পরিবেশ না থাকায় প্রাক্তন ছাত্রদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, চাঁদপুর সরকারি কলেজের মাঠটি ছিল জেলার গর্ব। নিয়মিত খেলাধুলা ও মানুষের প্রাতঃভ্রমণ করার একটি প্রধান স্থান ছিল এই মাঠ। মাঠে এখন আর সেই পরিবেশ দেখা যায় না, বড় বড় ঘাসে মাঠটি আছন্ন হয়ে পড়েছে। এমনটি কেন, কী কারণে, কার জন্য হলো আমরা তা জানি না। কলেজ মাঠটি কোনো কবরের স্থান না বধ্যভূমি, তাহলে কেন এই পরিবেশ আমরা তা জানতে চাই। মাঠটিতে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, নিয়মিত খেলাধুলাসহ মানুষের বিচরণের আস্থার স্থল হিসেবে গড়ে তুলতে হবে। তারা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসহ প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলার জন্যও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। তারা বলেন, সন্তানদেরকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্লাটিনাম উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে আরো অনেক আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে অনুভূত হয়। পরে সভাপতি সফিউদ্দিন আহমেদ সর্বসম্মতিক্রমে সভা মুলতবি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়