রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০

হোটেল ব্যবসায়ী জামাল খানের মৃত্যুতে মসজিদ-মাদ্রাসায় দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আল-হেলাল হোটেলের মালিক আলহাজ্ব মোঃ জালাল খান (৭৫) আর বেঁচে নেই। তিনি ১০ জুন শুক্রবার সকাল ৯টায় প্রফেসর পাড়াস্থ নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মরহুমের বড় ছেলে মোঃ আল-হেলাল খান জানিয়েছেন, তার বাবা ছারছীনা হুজুরের সংগঠন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যকরী সদস্য ছিলেন। আমার বাবা ছারছীনা লিল্লাহ বোর্ডিংয়ের খেদমতসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন।

প্রফেসর পাড়া নিবাসী মোঃ আলী আহমদ মিজি জানান, মোঃ জামাল খান ভালো মানুষ ছিলেন। জুমার দিন তাঁর মৃত্যু হয়েছে। আল্লাহ তাঁকে এ উছিলায় শহীদি মর্যাদা দান করুন। তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো দেখতে তাঁর নিজ বাসায় ছারছীনা দরবারের ভক্তবৃন্দ এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখার নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজ ওই বাড়িতে ভিড় জমাতে দেখা গেছে।

মৃত্যুর সংবাদে শুনে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা, মমিনপাড়া দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসা ও চেয়ারম্যানঘাটা দারুচ্ছুন্নাত আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসায় মাগফেরাত কামনায় কোরআন খতম এবং বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ, চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদ, চাঁদপুর সদর হাসপাতাল সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদ, মিশন রোডস্থ শাহী জামে মসজিদ, বিটি রোডস্থ আল-হেলাল জামে মসজিদ ও আল-আমিন এতিমখানা মসজিদ কমপ্লেক্সে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বলে জানিয়েছেন মরহুমের ছোট ছেলে মাহমুদ খান অপু।

চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল খানের মৃত্যুতে সমিতির আওতাভুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত হোটেল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মোঃ জাকির হোসেন বেপারী।

মরহুমের জানাজা গতকাল বাদ জুমা চাঁদপুর শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের আত্মীয় হাফেজ নাছির আহমেদ এমরান। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড় জামাতা আবুল বাশার খোকন। জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হয়।

বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ জামাল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমিতির জেলা সভাপতি আব্দুল আজিজ দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ। শোকবার্তায় তারা বলেন, জামাল খান একজন প্রসিদ্ধ হোটেল ব্যবসায়ী ছিলেন। তিনি সমিতির কল্যাণে নিবেদিত ছিলেন। আমরা তাঁর মাগফেরাত কামনায় আল্লাহর কাছে ফরিয়াদ করি। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জমইয়াতে হিযবুল্লাহর শোক

ছারছীনা শরীফের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোঃ জামাল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়