রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পুরানবাজার ডিগ্রি কলেজ স্টাডি সেন্টারের নবীনবরণ ও পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ স্টাডি সেন্টারের এইচএসসি প্রোগ্রাম শিক্ষাবর্ষ ২০২১- ২০২২ (১ম বর্ষ)-এর ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবি চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল।

কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের সভাপতিত্বে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা মাসুদা নূর খান, ফেরদৌসি খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ঈমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের টিউটর মোঃ আনোয়ার উল্ল্যাহ, সহকারী অধ্যাপক শাহানারা বেগম, শিরিনা আক্তার, প্রভাষক হাবিবুর রহমান পাটোয়ারী, শামীম সুলতানা, নুপুর বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বরণীয় ছাত্র-ছাত্রীদের কয়েকজন সঙ্গীত পরিবেশন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিসহ ভালো ফলাফল অর্জনে সচেষ্ট থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠান জুড়েই ছিলো উৎসবের আমেজ। অনুষ্ঠানে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, পুরানবাজার ডিগ্রি কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ২৮৮ জন ছাত্র-ছাত্রী অ্যাডমিশন গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়