রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০

মতলব দক্ষিণে বাক্প্রতিবন্ধী কিশোর নিখোঁজ
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

গত ৪ দিন ধরে মোঃ জুবায়ের হোসেন (১৮) নামের বাক্প্রতিবন্ধী এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জুবায়ের হোসেনের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামে। তার বাবার নাম মোঃ জসিম উদ্দিন। গত ৪ জুন বেলা ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে প্রতিবন্ধী কিশোরটি হারিয়ে যায়। এরপর থেকে কিশোর জুবায়ের হোসেন নিখোঁজ।

জুবায়েরের বড় ভাই জহির হোসেন বলেন, তার ছোট ভাই বাক্প্রতিবন্ধী। গত ৪ জুন তার ভাই কাউকে কিছু না বলে এবং সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন বিকেল ৩টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুবায়েরের গায়ে ছিল কালো রঙের টি-শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গায়ের রং ফর্সা। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জুবায়ের হোসেন তার পরিচয় কিংবা ঠিকানা বলতে পারে না। কোনো সহৃদয়বান ব্যক্তি জুবায়েরের খোঁজ জানলে বাড়ির ঠিকানা অথবা মুঠোফোনে (০১৮১০৪৫৪৮২৮, ০১৭১১২৮১৭৪৮, ০১৮১৭৬১৩৫২৩) জানানোর অনুরোধ করেছেন তার বড় ভাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়