প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা রেজিস্ট্রার মোস্তাক আহমেদের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা রেজিস্ট্রি অফিসের ৩য় তলার হলরুমে চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার একেএম মাহমুদুল হকের সভাপ্রধানে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা রেজিস্ট্রার মোস্তাক আহমেদ।
সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মোঃ শাহআলম খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার রফিক উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা সাব রেজিস্ট্রার আহসানুল হাবীব, কচুয়া উপজেলা সাব রেজিস্ট্রার রিয়াজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সাব রেজিস্ট্রার সাজেদা আক্তার, হাইমচর উপজেলা সাব রেজিস্ট্রার শাহেদ হোসেন, দলিল লেখক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খোরশেদ আলম বাবুল, কেন্দ্রীয় উপদেষ্টা মজিবুর রহমান খান, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিল্লাল, জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী বাবু শিব প্রসাদ, ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সহকারী আবুল বাশার শেখ, চাঁদপুর সদর নকলনবীশ মোহরার মোঃ মানিক গাজী, নকলনবীশ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, জেলা দলিল লেখক সমিতি ও নকলনবীশগণ বিদায়ী জেলা রেজিস্ট্রারের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।