প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয় পার্টির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জাতীয় যুব সংহতির সেন্ট্রাল কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি মোঃ হারুন অর রশীদ। মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী ও সাধারণ সম্পদক সাইফুল ইসলাম সাউদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আগামী সংসদ নির্বাচন ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব ফারিহা চৌধুরী সেলিনা, নবনির্বাচিত উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ওহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পদক মামুন হোসেন , যুগ্ম সাধারণ সম্পদক মাহফুজ শেখ, যুব বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুব সংহতি সভাপতি মোঃ স্বপন পাটোয়ারী প্রমুখ।