প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে একটি খাবার হোটেল ও একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ জুন সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে শহরের কালীবাড়ি ও রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জনতা ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।