প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০:০০
জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেল
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছে এসএসসি ১৯৮৮’র বন্ধু প্লাটফর্ম বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেল। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্যানেলের সদস্যরা উপস্থিত হয়ে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান। জেলা প্রশাসক কামরুল হাসান তখন চাঁদপুরের আটাশিয়ানদের অভিনন্দন জানান। এ সময় জেলা প্রশাসকের সাথে সকলে পরিচয় হন। কিছু সময় কুশল বিনিময় হয়। জেলা প্রশাসক এই সংগঠন গঠনের উদ্দেশ্য জানতে চান। তখন এই বন্ধু প্লাটফর্ম প্রতিষ্ঠার উদেশ্য সংক্ষিপ্তভাবে তুলে ধরনের সংগঠনের চাঁদপুর জেলার নবনির্বাচিত কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ। বেশ আনন্দঘন পরিবেশে নবাগত জেলা প্রশাসকের সাথে চাঁদপুরের আটাশিয়ান বন্ধুদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জেলা কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহর নেতৃত্বে চাঁদপুর প্যানেলের আরো যারা ছিলেন তারা হলেন : সদস্য আবিদা সুলতানা, উপদেষ্টা সুফিয়ান আহসান, সহকারী কো-অর্ডিনেটর (সদর প্রতিনিধি) নার্গিস স্বপ্না, সহকারী কো-অর্ডিনেটর মুক্তা রহমান, খলিলুর রহমান পোকন, সফিউল্লাহ, সদস্য মেজবাহ সুমন, বদরুদ্দোজা লিটন, অ্যাডঃ নূরুল হক কমল, ইয়াসমিন পারু, মনির হোসেন, নূরজাহান ও টিপু।