প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০
সিলেটে বন্যাকবলিত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে খাবার নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিলো চাঁদপুরের সারা ফাউন্ডেশন। ২৭ মে শুক্রবার সারা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান সিলেটের বন্যাকবলিত বেশ ক’টি মাদ্রাসায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল বলেন, ২০১৬ সাল থেকে মতলবে অসহায় পরিবারেকে সহায়তা প্রদান, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, অসহায় মেয়েদের বিয়ে, অসহায়ের চিকিৎসার করোনাকালে ফ্রি অক্সিজেন সেবাসহ অনেক সামাজিক কাজ করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সিলেট ছাতকের বন্যাকবলিত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সারা ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলায় প্রতিষ্ঠিত হলেও চেষ্টা করা হচ্ছে সংগঠনের মানবিক কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে। সারা ফাউন্ডেশনের সিলেট প্রতিনিধি জুবায়েদসহ স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশ নেয়।