রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

তিন উপজেলায় সাংগঠনিক সফরে জেলা জাপা নেতৃবৃন্দ
গোলাম মোস্তফা ॥

আগামী ১১ জুন অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলার ৩টি উপজেলা যথাক্রমে হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় সাংগঠনিক সফর করেন।

গতকাল ২৮ মে শনিবার সকালে চাঁদপুর শহর থেকে জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার নেতৃত্বে জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সফরে যান।

উল্লেখিত নেতৃবৃন্দ সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ খায়রুল আলম পারভেজের সভাপতিত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এরপর বিকেলে কচুয়া উপজেলায় জেলা পরিষদের ডাক বাংলোয় কচুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমদাদুল হক রুমনের সভাপতিত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সন্ধ্যায় শাহরাস্তি উপজেলায় আসেন। এখানে প্যারাডাইস কফি হাউজে পৌর জাতীয় পার্টির সভাপতি জাহেদ মোর্শেদের সভাপতিত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সকল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি অধ্যাপক ডাঃ সহিদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মাইনুল ইসলাম মাইনু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল ইসলাম খান, চাঁদপুর পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, চাঁদপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়