প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুরে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল ২৮ মে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ চলাকালীন এক পর্যায়ে পুরাণবাজার ১নং ওয়ার্ড থেকে একটি মিছিল আসে। মিছিলটি মঞ্চের কাছাকাছি পৌঁছালে যুবদলের দু’পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই সংঘর্ষ বেঁধে যায়।
অবস্থা বেগতিক দেখে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। সংঘর্ষে সুমন, শুক্কুরসহ ৫-৬ জন নেতাণ্ডকর্মী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ওই ওয়ার্ডের যুবদল নেতা রফিক মিজি ও জাহাঙ্গীর মুন্সির গ্রুপের মধ্য এ মারামারি হয় বলে জানা যায়।
এদিকে বিষয়টি সমাধানের জন্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে দায়িত্ব দিয়েছেন বলে পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা জানান।