শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

কচুয়ায় আদালতের নির্দেশে ১৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় দাফনের ১৬ দিন পর আদালতের নির্দেশে জসিম উদ্দিন পাটওয়ারী (৪৫) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন আমলী আদালত চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করেন। এ সময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ফৌজদারি ধারা মোতাবেক লাশ উত্তোলনে সহযোগিতা প্রদান করেন। লাশ উত্তোলন শেষে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হালিম পাটওয়ারীর ছেলে জমিউদ্দীন পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। ৪ মে জসিম উদ্দিন পাটওয়ারী ঢাকা থেকে বাড়িতে আসেন। ৫ মে একই গ্রামের ইতালী প্রবাসী আলী হোসেনের ছেলে শরীফ হোসেন জসিম উদ্দিনকে তার বাড়িতে এসে প্রবাস থেকে নিয়ে আসা উপহার সামগ্রী নিতে আমন্ত্রণ জানান। জসিম উদ্দিন ওইদিন বিকেলে শরীফ হোসেনের বাড়িতে গেলে সেভেনআপ নামীয় কোল্ড ড্রিংকস খেতে দেন। ওই কোল্ড ড্রিংকস পান করে জসিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে জসিম উদ্দিন সেখানে মারা যান। ওইদিন গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়। পরবর্তীতে চিকিৎসা সংক্রান্ত সনদ পর্যালোচনা করে দেখা যায়, জসিম উদ্দিন মিথানল জাতীয় এলকোহল পান করে মারা গেছেন। এমতাবস্থায় ১৯ মে জসিম উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে শরীফ হোসেন মজুমদারসহ ৭ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৫-৬ জনকে বিবাদী করে চাঁদপুরের আমলী আদালত কচুয়ায় একটি মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী তাহমিনা আক্তার জানান, আমার স্বামী ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন। আমার স্বামী মারা যাওয়ায় আমি আমার তিন সন্তান নিয়ে একা হয়ে পড়েছি। স্বামীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য শাহআলম নিহতের ভাই খোরশেদ আলম পাটওয়ারীসহ এলাকাবাসী জসিম উদ্দীনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দীন জানান, আদালতের নির্দেশে জসিম উদ্দিনের লাশ কবর থেকে উত্তোলন করি। লাশ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়