বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মে ২০২২, ০০:০০

উপজেলা চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ পৌরসভা
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। ২০ মে শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়া ফরিদগঞ্জ পৌরসভা ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচের খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে উভয় দলের কোনো গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরিদগঞ্জ পৌরসভা একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড় আবিরের গোলে ১-০ তে এগিয়ে যায় ফরিদগঞ্জ পৌরসভা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সাইমুন আরও একটি গোল করেন। ফলে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচ শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, খেলা শেষে জয়-পরাজয় মেনে নেয়া একজন ভালো খেলোয়াড়ের পরিচয় দেয় তথা একটি সুসংগঠিত দলের পরিচয় দেয়। আমি আশা করি আমাদের উপজেলার চ্যাম্পিয়ন দল নিজেদের আরো বেশি পরিণত করে চাঁদপুরে জেলা পর্যায়ের খেলায় ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদসহ অন্যান্যরা।

টুর্নামেন্টের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৬নং গুপ্টি ইউনিয়নের মোঃ আমির এবং পুরো টুর্নামেন্টের উপজেলা পর্বের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ফরিদগঞ্জ পৌরসভার খেলোয়াড় সাইমুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়