প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩০
কচুয়ায় রফিকুল ইসলাম রনির ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্রদের মাঝে কচুয়ার বিশিষ্ট সমাজসেবক বিতারা ইউনিয়নের সরাইলকান্দি গ্রামের কৃতী সন্তান রফিকুল ইসলাম রনির অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫ )বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনির অর্থায়নে স্থানীয় জাগ্রত তরুণ যুব ও জনকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার রহিমানগর, কচুয়া পৌরসভা ও সাচার এলাকার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী খেজুর, ছোলা, তৈল, চিনি, মুড়ি, শরবতের মালামাল ও টি- শার্ট বিতরণ করা হয়।
এ সময় জাগ্রত তরুণ যুব ও জনকল্যাণ সংস্থার সভাপতি ফাহিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তারেক, অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সমাজ সেবক সাইদুল ইসলাম, সাংবাদিক, সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।