প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের প্রসিদ্ধ সঙ্গীত প্রতিষ্ঠান সপ্তসুর সংগীত একাডেমির আয়োজনে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তী। গতকাল বিকেলে একাডেমির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির মহাপরিচালক বিশিষ্ট লেখক ও বরেণ্য সাংবাদিক কাজী শাহাদাত।
একাডেমির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা সুফী খায়রুল আলম খোকন, কণ্ঠশিল্পী রিতা পাল, তৃষ্ণা বণিক প্রমুখ।
পরে একাডেমির শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অংশ নেয় রিতা পাল, তৃষ্ণা বণিক, লিটন মজুমদার, অর্পণা দাস সম্পা, তৃষা পোদ্দার তৃণা, সিথী দাস লিউ, পৃথিবী দাস, পূর্ণতা প্রাপ্তি, কথা মজুমদার, কলি মজুমদার ও শরীফ চৌধুরী।