প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল ৬ এপ্রিল হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন। অভিযান পরিচালনাকালে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারণে বিশেষত মূল্য তালিকা না টানানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তরমুজ ব্যবসায়ীদেরকে নায্যমূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং ব্যবসায়ী ও ভোক্তাদেরকে সচেতন করার জন্যে লিফলেট বিতরণ করা হয়েছে।