প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
এতিম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ আহছান হাবীব।
৩ রমজান মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদের ৩য় তলায় আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ মোকতার আহমেদ অভি, অ্যাডঃ শফিউল, অ্যাডঃ শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা ছালেহ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরামসহ মাদ্রাসার ছাত্র, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগণ।
উল্লেখ্য, প্রতিবছরই রমজানে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আহছান হাবীব এতিম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করে থাকেন।